ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সংঘর্ষে আহত ২ জন চমেক হাসপাতালে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
সংঘর্ষে আহত ২ জন চমেক হাসপাতালে ভর্তি ...

চট্টগ্রাম: কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে যোগ দেওয়া আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ২ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে নগরের শাহ আমানত সেতু এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা।

এসময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হলেও চমেক হাসপাতালে ২ জন ভর্তি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 

চমেক হাসপাতালে চিকিৎসা নেওয়া দুইজন হলেন- আরেফিন শুভ ও মো. মোরশেদ। এদের মধ্যে আরেফিন সিটি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র। মোরশেদ রিকশাচালক।  

চমেক হাসপাতালে দায়িত্বরত এক পুলিশ সদস্য বাংলানিউজকে বলেন, সংঘর্ষের ঘটনায় আহত দুইজন হাসপাতালে এসেছেন। এদের মধ্যে আরেফিন নামে একজন ছাত্র রয়েছেন। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। অন্যজন রিকশাচালক, টিয়ারশেলে অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪ 
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।