ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জিয়া ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে দেশে ক্রীড়ার জাগরণ ঘটবে: শামীম 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
জিয়া ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে দেশে ক্রীড়ার জাগরণ ঘটবে: শামীম  ...

চট্টগ্রাম: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছে। বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন ক্রীড়াঙ্গনের উন্নয়ন, নতুন খেলোয়াড় সৃষ্টি এবং নতুন নতুন স্টেডি তৈরি, তৃণমূল থেকে খেলোয়াড় তৈরবসহ নানাকাজ করেছে।

আমরা মনে করি জিয়া ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে পুনরায় সারাদেশে ক্রীড়ার জাগরণ ঘটেছে। ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করে খেলাধুলার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে।

রোববার (২৪ নভেম্বর) বিকেলে নগরের এমএ আজিজ স্টেডিয়ামে ভেন্যু পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। সারাদেশের ১০টি ভেন্যুতে চলছে এই টুর্নামেন্ট।  আগামী ৩০ নভেম্বর এমএ আজিজ স্টেডিয়ামে হবে চট্টগ্রাম ভেন্যুর খেলা।

জিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর মাধ্যমে সারাদেশে ক্রীড়ার জাগরণ ঘটবে বলে জানিয়ে মাহবুবের রহমান শামীম বলেন, ১৯৭১ সালে চট্টগ্রাম থেকে শহীদ রাষ্টৈপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।  শুধু তাই নয় রণাঙ্গনে সম্মুখসারির যোদ্ধা হিসেবে এনে দিয়েছেন স্বাধীনতা।  তাই চট্টগ্রামের মানুষের সঙ্গে রয়েছে শহীদ জিয়ার আত্মার সম্পর্ক। চট্টগ্রামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের খেলা হবে এটি খুবই খুশির খবর। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা উপজেলায় মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা বেড়েছে। দীর্ঘদিন ধরে ঘুনে ধরা ক্রীড়াজগতে প্রাণের সঞ্চার হয়েছে।

এই সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট চট্টগ্রাম ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মশিউল আলম স্বপন, কমিটির সদস্য ও আপ্যায়ন উপ কমিটির আহ্বায়ক শাহ আলম, মিডিয়া কমিটির আহ্বায়ক আর ইউ চৌধুরী শাহীন, শৃঙ্খলা উপ কমিটির আহ্বায়ক শওকত আজম খাজা, ব্যবস্থাপনা কমিটির সদস্য ইয়াছিন চৌধুরী লিটন, অভ্যর্থনা উপ কমিটির আহ্বায়ক আহমেদুল আলম রাসেল, সংস্কৃতি উপ কমিটির সদস্য সচিব এম এ মুছা বাবলু, মো.আলী, শাহেদ বক্স, ব্যবস্থাপনা কমিটির সদস্য বিপ্লব পার্থ, ফজলুল হক সুমন, আবু বকর ছিদ্দিক  নুর জাহেদ বাবলু, ইমরান এমি, মোস্তাফিজুর রহমান বুলু, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, ইয়াসির আরফাত ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আনাছ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।