ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ডিসি হিলে ভিন্নধর্মী আলোকচিত্র প্রদর্শনী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
ডিসি হিলে ভিন্নধর্মী আলোকচিত্র প্রদর্শনী

চট্টগ্রাম: বাংলাদেশের সুইডেন দূতাবাস, ইউএনডিপি, ইউএনএফপিএ এবং ইউএন উইমেনের সহযোগিতায়, ‘বাংলাদেশি ও সুইডিশ বাবা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর শুরু হয়েছে।  

রোববার (১৯ জানুয়ারি) নগরের ডিসি হিলে এ প্রদর্শনীটি পিতৃত্বের থাযথ ভূমিকা এবং পরিবার ও সমাজের ওপর এর গুরুত্বকে তুলে ধরেছে।

 

বিখ্যাত সুইডিশ ফটোগ্রাফার ইউহান ব্যাভম্যানের “Swedish Dads” সিরিজ দ্বারা অনুপ্রাণিত, এই প্রদর্শনীটি বাংলাদেশে পিতৃত্বের বিভিন্ন রূপকে তুলে ধরেছে, যাতে বাংলাদেশি বাবাদের ভালোবাসা, যত্ন এবং সমাজে সমতার গুরুত্ব নিয়ে তাদের অনুভূতি প্রকাশ করেছেন। একইসঙ্গে, সুইডিশ বাবারা সক্রিয় ভূমিকায় পিতামাতার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন।

যা আমাদের সমাজে পরিবর্তনের অনুপ্রেরণা জোগায়।  

চট্টগ্রামের আগে ঢাকা ও খুলনায় এই প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়। চট্টগামের এই প্রদর্শনীটি চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। অনলাইনে এক মাসব্যাপী প্রতিযোগিতায় ১০০টি আবেদন থেকে নির্বাচিত ২৩ জন বাবা এই প্রদর্শনীতে স্থান পেয়েছেন।  

প্রদর্শনীর উদ্বোধন উনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, ইউএনডিপির আবাসিক প্রিতিনিধি সস্টেফান লাইলার ত্ত চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।  

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা্, জানুয়ারি ১৯, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।