ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

স্বাধীনতা বিরোধীরা দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে: মেয়র রেজাউল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
স্বাধীনতা বিরোধীরা দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে: মেয়র রেজাউল

চট্টগ্রাম: চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, স্বাধীনতা বিরোধীরা শিক্ষার্থীদের মাঝে ঢুকে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। আমরা অনেক ধৈর্য ধরেছি, ধৈর্যের বাঁধ ভাঙবেন না।

এর পরিণতি কিন্তু খারাপ হবে। আমরা নেত্রীর নির্দেশের অপেক্ষায় আছি তিনি যে নির্দেশনা দেবেন আমরা তা পালন করবো।
 

কোটাবিরোধী আন্দোলনকে অবলম্বন করে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে বড়পোল বঙ্গবন্ধু ভাস্কর্য চত্বরে বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।  

মেয়র বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ নামলে আপনাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। বিএনপি জামায়াত চক্র কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে বিভ্রান্ত করছে । প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন আমার সন্তানতুল্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার। তারাও প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে।  

তিনি বলেন, এখন বিএনপি জামায়াতের গাত্রদাহ হয়েছে। কারণ তারা চেয়েছিলো শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার কারে দেশে আরো সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করতে। এই বিএনপি-জামায়াতই ২০১৩-১৪ সালে গাড়িতে আগুন দিয়েছে, পুড়িয়ে মানুষ মেরেছে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিরোধ করতে হবে।

নগর যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদারের সভাপতিত্বে এবং নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগ সহ সভাপতি অ্যাডভোকেট মো. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী।  

উপস্থিত ছিলেন সদস্য বখতেয়ার উদ্দিন খান, দোস্ত মোহাম্মদ, মো. জাবেদ, সৈয়দ মাহমুদুল হক, সাবেক যুবনেতা দেলোয়ার হোসেন খোকা, হালিশহর থানা আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক রেজাউল করিম কায়ছার, সাবেক ছাত্রনেতা হেলাল আকবর চৌধুরী বাবর, মো. সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু, নগর যুবলীগের নুরুল আনোয়ার, দেবাশীষ পাল দেবু, হেলাল উদ্দিন, ছাত্রলীগ সভাপতি ইমরান আহমদ ইমু, সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।