ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ময়লার স্তূপে চাপা পড়ে প্রাণ গেল একজনের

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, আগস্ট ১, ২০২৪
ময়লার স্তূপে চাপা পড়ে প্রাণ গেল একজনের ...

চট্টগ্রাম: নগরের বায়েজিদ থানা এলাকায় সিটি করপোরেশনের ডাম্পিং স্টেশনে ময়লার স্তূপে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

ওই ব্যক্তির নাম কামাল হোসেন (৪৮)।

তার বাড়ি ভোলা জেলায়। তিনি লালদীঘির পাড় এলাকায় সিটি করপোরেশনের অধীনে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন।
 

বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বৃষ্টির মধ্যে আরেফিন নগর এলাকায় ময়লার স্তূপে প্লাস্টিক কুড়াতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম বাংলানিউজকে বলেন, বৃষ্টির কারণে সকালে আরেফিন নগর ডাম্পিং স্টেশন ময়লার স্তূপ ভেঙ্গে চাপা পড়ে কামাল হোসেন। এতে সেখানেই তার মৃত্যু হয়। চাকরির পাশাপাশি সে প্লাস্টিক কুড়িয়ে বিক্রি করতো। তার ভাড়া বাসাও আরেফিন নগর এলাকায়। লালদীঘির পাড় এলাকায় নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতো। মরদেহ তার পরিবার গ্রামে নিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, আগস্ট ১, ২০২৪ 
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।