ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিএমপি কমিশনারের সঙ্গে সিএমইউজে’র সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৪
সিএমপি কমিশনারের সঙ্গে সিএমইউজে’র সভা ...

চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নতুন কমিশনার হাসিব আজিজ এর সঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে সিএমপি কমিশনার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এই সময়ে উপস্থিত ছিলেন সিএমইউজে সভাপতি মো. শাহ নওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান, বিএফইউজে সহ সভাপতি জাহিদুল করিম কচি,   সিএমইউজের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী, গোলাম মাওলা মুরাদ, মজুমদার নাজিম উদ্দিন, আবু সুফিয়ান,  সোহাগ কুমার বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন সিএমপি এডিসি (পিআর) তারেক আজিজ।

সভায় নগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র উদ্ধার, ছাত্র আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র হাতে রাজপথে মহড়া দেওয়া সন্ত্রাসীর গ্রেপ্তার, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বিষয়ে নগর পুলিশের কর্মকাণ্ড বৃদ্ধি সহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।