ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

যুবদল ছাত্রদলের সম্প্রীতির মিছিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৪
যুবদল ছাত্রদলের সম্প্রীতির মিছিল ...

চট্টগ্রাম: সন্ত্রাস, দখলবাজ ও চাঁদাবাজির বিরুদ্ধে সম্প্রীতির মিছিল করেছে সদরঘাট থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নগরের মাদারবাড়ী এলাকায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য ইসরাফিল খসরুর নির্দেশনায় এই সম্প্রীতির মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি সদরঘাট থানার হোটেল পেলিকার সামনে থেকে শুরু হয়ে মাদারবাড়ী রেল গেইট হয়ে কদমতলী প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।  

এ সময় উপস্থিত ছিলেন সদরঘাট থানা যুবদল নেতা ফয়েজ হোসেন বাপ্পী, ছাত্রদল নেতা আরমান খান, থানা কৃষকদলের সদস্যসচিব সাজ্জাদ হোসেন সাব্বির, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুহিদুল ইসলাম তুহিন, স্বেচ্ছাসেবক দল নেতা ইসমাইল মেহেরজান, যুবদল নেতা ইউসুফ রুবেল, জিলানী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৪
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।