ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চাঁদাবাজির প্রতিবাদ, ছুরিকাঘাতে একজন নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৪
চাঁদাবাজির প্রতিবাদ, ছুরিকাঘাতে একজন নিহত ...

চট্টগ্রাম: বন্দর থানাধীন ধুপপোল মিস্ত্রিপাড়া এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করায় মো. মুসলিম উদ্দিন (৪৮) নামের এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন।  

রোববার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

 

মো. মুসলিম ওই এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে। তার চাচা মো. আলী হোসাইন জানান, মিজান ও আমির নামের দুই ব্যক্তি একটি স্ক্র্যাপের দোকানে চাঁদা দাবি করেছিল।

এসময় দোকানের সামনে থাকা মুসলিম প্রতিবাদ করলে তাকে মিজান ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৪
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।