ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে রাস্তার পাশে মিললো অজ্ঞাত মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৪
ফটিকছড়িতে রাস্তার পাশে মিললো অজ্ঞাত মরদেহ ...

চট্টগ্রাম: ফটিকছড়ির আজিমনগর এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার নাজিরহাট-মাইজভাণ্ডার সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রত্যক্ষদর্শীরা মাইজভাণ্ডার দরবার শরীফে যাওয়া-আসার পথে রাস্তার পাশে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি মাইজভাণ্ডার দরবারে যাওয়ার পথে অসুস্থ হয়ে মারা যেতে পারেন।

ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) আবু জাফর বলেন, চন্দনাইশ থেকে কয়েকজন লোক থানায় ফোন করেছে। পরিচয় নিশ্চিত হলে এবং অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।