চট্টগ্রাম: ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার রাউজানের (চট্টগ্রাম-৬) সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে তাকে চট্টগ্রাম আনা হয়।
এবিএম ফজলে করিম চৌধুরীকে চট্টগ্রাম আনার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)কমিশনার হাসিব আজিজ।
এদিকে আইন-শৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি হেলিকপ্টারে করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনের মাঠের উদ্দেশ্যে রওয়ানা হয় পুলিশের একটি দল।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম বাংলানিউজকে বলেন, ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে এবিএম ফজলে করিম চৌধুরীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। বর্তমানে এবিএম ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
গত ১২ সেপ্টেম্বর অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গাজীরবাজার থেকে ফজলে করিমকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় আরও দুই ব্যক্তিকেও বিজিবি আটক করে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। ইতোমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
এমআই/পিডি/টিসি