ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে জোড়া খুন মামলার আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
বাঁশখালীতে জোড়া খুন মামলার আসামি গ্রেপ্তার ...

চট্টগ্রাম: বাঁশখালীতে জোড়া খুন মামলায় মো. হামিদুর রহমান প্রকাশ কালু (২২) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত রাত ১০ টার দিকে চট্টগ্রাম শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান বাঁশখালী থানার এসআই কামরুল হাসান কায়কোবাদ।

হামিদুর রহমান কালু উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম বড়ঘোনার মৃত খলিলুর রহমানের ছেলে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে আসামি কালুকে চট্টগ্রাম শহর থেকে গ্রেপ্তার করে।

পরে আসামিকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।