ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শাহ আমানত বিমানবন্দরে অগ্নি মহড়া 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
শাহ আমানত বিমানবন্দরে অগ্নি মহড়া 

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নি মহড়া সম্পন্ন হয়েছে। কাল্পনিক একটি দুর্ঘটনায় নেপচুন এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণকালে আগুন ধরে যায়।

জরুরিভিত্তিতে ছুটে আসে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ট্রাক৷ পরিস্থিতির অবনতির আশঙ্কায় ছুটে আসে ফায়ার সার্ভিস, বিমান, নৌ, সেনাবাহিনীর ফায়ার ট্রাক, উদ্ধারকর্মীদের গাড়ি আর অ্যাম্বুলেন্স।  

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে বিমানবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সক্রিয় অংশগ্রহণ ছিল এ মহড়ায়।

 

বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, নির্দিষ্ট সময় পর পর বিমানবন্দরে অগ্নিমহড়ার আয়োজন করা হয় যাতে জরুরি পরিস্থিতি দ্রুত সামাল দেওয়া যায়। মহড়ার কারণে সংস্থাগুলোর মধ্যে দক্ষতা ও সমন্বয় বাাড়ে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা,জানুয়ারি ২১, ২০২৫
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।