ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে শ্রমিক দলের ২ নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
চট্টগ্রামে শ্রমিক দলের ২ নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ...

চট্টগ্রাম: বোয়ালখালী উপজেলার রায়খালী এলাকায় মেসার্স এবি এন্টারপ্রাইজ নামে এক ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে শ্রমিক দলের দুই নেতার বিরুদ্ধে।

অভিযুক্ত দুই নেতা হলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন খাঁন তরুণ ও বোয়ালখালী উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল ছত্তার।

ভুক্তভোগী ব্যবসায়ী বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক সহ সভাপতি মো. আবছার উদ্দিন বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় ব্যবসা করি। আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান বোয়ালখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রায়খালী ব্রিজ এলাকায়।

ব্যবসা প্রতিষ্ঠান থেকে মহসিন খাঁন তরুণ ও আব্দুল ছত্তার চাঁদা দাবি করে। এছাড়াও প্রতি মাসে ৫০ হাজার টাকা করে চাঁদা দাবি করে।  

তিনি আরও বলেন, থানায় লিখিত অভিযোগ করেছি। চাঁদাবাজির কথা লিখলে মামলা করতে হবে। যার কারণে হুমকি দেওয়ার ঘটনায় থানায় জিডি করা হয়েছে।  

অভিযোগের বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন খাঁন তরুণ বাংলানিউজকে বলেন, আমার বয়স ৭৪ বছর। আমি চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়। সম্প্রতি আমাকে উপজেলায় মারধর করেছে, সেই ঘটনাকে অন্যদিকে নিয়ে যেতে চাঁদাবাজির অভিযোগ করা হয়েছে।  

এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপি'র শ্রম সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের ষবাপতি এএম নাজিম উদ্দিন বাংলানিউজকে বলেন, আমাদের কাছে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।  

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বাংলানিউজকে বলেন, থানায় হুমকি দেওয়ার ঘটনায় জিডি হয়েছে। সেটার আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।