ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ঝোপের মধ্যে মিলল থানা থেকে লুট হওয়া পিস্তল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
ঝোপের মধ্যে মিলল থানা থেকে লুট হওয়া পিস্তল

চট্টগ্রাম: নগরের উত্তরা আবাসিক এলাকা থেকে হালিশহর থানা থেকে লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগ।  

বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন একটি ঝোপের মধ্যে থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

সিএমপি গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগের উপ পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মুহাম্মদ আলী হোসেন বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা আবাসিক এলাকার একটি মসজিদ সংলগ্ন একটি ঝোপের মধ্যে থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। হালিশহর থানা থেকে গত ৫ আগস্ট লুট হওয়া পিস্তলের মধ্যে এটি একটি।

পিস্তল উদ্ধারের ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।