ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪
পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি  ...

চট্টগ্রাম: পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভূঞা জনী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

 

কমিটিতে পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভূঞা জনীকে আহ্বায়ক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহাবুদ্দিনকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া অধিশাখা এর কার্যালয়ের স্মারক নং ৩৪,০৩,০০০০,০০৪,০১,-০০২/২৩-৩১২৮ তারিখ ২৭ আগস্ট ২০২৪খ্রি: উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জাতীয় ক্রীড়া পরিষদ উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমটি গঠন করার রূপরেখা জারি করেছে।

উক্ত রূপরেখা অনুযায়ী নির্ধারিত ছক মোতাবেক উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমটি গঠন করা হলো’।  

কমিটিতে স্থান পাওয়া অন্যান্যরা হলেন- ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি হিসেবে নাছির উদ্দিন, শাহজাহান চৌধুরী, ক্রীড়ানুরাগী হিসেবে মিশকাত আহাম্মদ, ক্রীড়া সাংবাদিক হিসেবে মু. শফিউল আজম, ক্রীড়া সম্পৃক্ত ছাত্র প্রতিনিধি হিসেবে শেখ আবদুল্লাহ আল মারুফ।  

এছাড়াও লিয়াকত আলীকে সভাপতির অনুমতিক্রমে কোনও সভায় বিশেষ প্রয়োজনে বিশেষ সহযোগিতা বা পরামর্শের জন্য সভায় উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।