ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাংলার সৌরভ জাহাজ থেকে লাফ দিয়ে এক নাবিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৪
বাংলার সৌরভ জাহাজ থেকে লাফ দিয়ে এক নাবিকের মৃত্যু ...

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ‘এমটি বাংলার সৌরভ’ নামের জাহাজে অগ্নিকাণ্ডের সময় প্রাণে বাঁচতে জাহাজ থেকে লাফ দিয়ে এক নাবিকের মৃত্যু হয়েছে।

তার নাম সাদেক মিয়া (৬০)।

তিনি কুমিল্লার লাঙ্গলকোট এলাকায় মৃত ইউনুস মিয়ার ছেলে।

শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে জাহাজে বিস্ফোরণের পর আগুন লাগে।

প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের মোবিলাইজিং অফিসার কফিল উদ্দিন বলেন, জরুরি সেবা ৯৯৯ এর ফোন পেয়ে আমরা জাহাজে তেলের ট্যাংকারে আগুন লাগার খবর পাই। উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই নাবিকদের কয়েকজন সাগরে লাফিয়ে পড়েন। ফিশিং ট্রলারগুলো কয়েকজনকে উদ্ধার করে। নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার করেন জাহাজের ৪৮ জন নাবিককে। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সাদেক নামের এক নাবিকের মৃত্যু হয়েছে।

এমটি বাংলার সৌরভ ১৯৮৭ সালে ডেনমার্কে নির্মিত হয়। জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ বড় ট্যাংকার থেকে অপরিশোধিত জ্বালানি তেল সংগ্রহ করে পতেঙ্গার বিভিন্ন ডিপোতে নিয়ে আসে।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।