চট্টগ্রাম: ‘আমার ভাইদের রক্তে যে হোলি খেলবে বা তাদের নিয়ে যে কটাক্ষ করবে তাদের বিরুদ্ধে আমাদের স্পষ্ট আওয়াজ- কেউ বাংলার মাটিতে থাকবে পারবে না। ’
সোমবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে নগরের ষোলশহর রেলস্টেশনে বুয়েট শিক্ষার্থীর শহীদ আবরার ফাহাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়করা এসব কথা বলেন।
এ সময় তারা ‘দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও, রুখে যাও’, ‘বাংলায় যখন মানুষ মরে আবরার তোমায় মনে পড়ে’- নানা স্লোগান দিতে থাকেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্বয়করা বলেন, আপনারা জানেন গত ৫ আগস্ট এ দেশ স্বাধীন হয়েছে।
সমন্বয়করা বলেন, স্বৈরাচারের দোসর ও দালালেরা এখনো তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের শহীদ ভাইদের কটাক্ষ করে সন্ত্রাস আখ্যায়িত করছে। তোমরা শোনে রাখো- তোমরা দেখো সেই ৪ ও ৫ আগস্টের ঘটনার বাংলার দামাল ছেলেরা টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া তীব্র আন্দোলন গড়ে তুলেছিল। তোমাদের রুখে দিতে তারা দ্বিধাবোধ করবে না।
তারা আরও বলেন, লাল মনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি বিভিন্নভাবে ছাত্র-জনতার আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টায় নিমজ্জিত ছিলেন। শহীদ আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন। তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আমরা তাকে স্থায়ীভাবে বহিষ্কার করে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয় খান তালাত মাহমুদ রাফি, রিজাউর রহমান, ইবনে হোসাইন জিয়াদ, সাকিবুল ইসলাম শিবলুসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
বিই/পিডি/টিসি