ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মীরসরাইয়ে ৬০ কেজি জাটকা জব্দ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
মীরসরাইয়ে ৬০ কেজি জাটকা জব্দ  ...

চট্টগ্রাম: মীরসরাইয়ে অভিযান চালিয়ে ৬০ কেজি জাটকা জব্দ করেছে উপজেলা প্রশাসন।  এ সময় দুই মাছ বিক্রেতাকে আটক করা হয়।

অভিযানে দুইজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার করেরহাট, বড়তাকিয়া, মিঠাছরা ও আবু তোরাব বাজারে  এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী।

আটকরা হলেন- সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা বাসি ন্দামানিক দাস (৫৩) ও নন্দলাল দাস (৫২)।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ বাংলানিউজকে বলেন, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত জাটকা মাছ ধরা ও বিক্রি করা নিষিদ্ধ। কিন্তু এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে মিঠাছড়া বাজারে জাটকা বিক্রি করায় ৬০ কেজি জাটকা মাছ জব্দ করা হয়। এ সময় বিক্রেতাদের এব্যাপারে সতর্ক করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।