ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দুই অটোরিকশাসহ চোর চক্রের এক সদস্য গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৪
দুই অটোরিকশাসহ চোর চক্রের এক সদস্য গ্রেপ্তার ...

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানাধীন কালুরঘাট ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা চোর চক্রের একজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুইটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো.মোরশেদ আলম (২৮)।

 

চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো.মোমিনুল হাসান বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে মোহরা কাপ্তাই রাস্তার মাথা সিএনজি স্টেশনের পাশে শাহ পরান পুষ্প বিতানের সামনে রাস্তার ওপর থেকে সিএনজি অটোরিকশা চালক আব্দুল্লাহ আল মামুনের অটোরিকশা চুরি হয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে কালুরঘাট ফেরিঘাট এলাকা থেকে চোর চক্রের সক্রিয় সদস্য মো.মোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে দুইটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। যার রেজিস্ট্রেশন নাম্বার চট্টগ্রাম-থ-১৩-১৮১০ ও চট্টগ্রাম-থ-১৩-১০৯২।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৪
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।