ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে ছুরিকাঘাতে যুবক খুন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৪
বাঁশখালীতে ছুরিকাঘাতে যুবক খুন  প্রতীকী ছবি

চট্টগ্রাম: বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নে ভিসার টাকা ফেরত চাওয়ায় ছুরিকাঘাতে মনজুর আলম প্রকাশ বাবুল (৪৩) নামের এক যুবককে হত্যা করা হয়েছে।  

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

ঘটনায় জড়িত মো. সোহেল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।  

নিহত মনজুর আলম প্রকাশ বাবুল, ছনুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আজিজুর রহমান পাড়া এলাকার মৃত দলিলুর রহমানের ছেলে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, কথা কাটাকাটির এক পর্যায়ে মনজুর আলম বাবুলকে ছুরিকাঘাত করে সোহেল। এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় জড়িত সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।