ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের দুই স্টেডিয়াম পরিদর্শনে ক্রীড়া উপদেষ্টা 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
চট্টগ্রামের দুই স্টেডিয়াম পরিদর্শনে ক্রীড়া উপদেষ্টা  ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: জহুর আহাম্মদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম ও  এম এ আজিজ স্টেডিয়াম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

শনিবার (১৯ অক্টোবর) সকালে ক্রীড়া উপদেষ্টা দুই স্টেডিয়াম পরিদর্শন করেন।

ক্রীড়া উপদেষ্টা সকালে চট্টগ্রাম আসেন। তিনি বিমানবন্দর থেকে সরাসরি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যান।

সকাল ৯টায় সাগরিকায় জহুর আহাম্মদ চৌধুরী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে তিনি স্টেডিয়াম গ্রাউন্ড, গ্যালারি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।  এ সময় তিনি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের চলমান প্রকল্পসমূহ দ্রুত শেষ করতে জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের নির্দেশ দেন।

এরপর তিনি কাজীর দেউড়ি এম এ আজিজ স্টেডিয়ামে এসে বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন। সেখানে কি কি সমস্যা রয়েছে তা নির্ধারণ করতে জাতীয় ক্রীড়া পরিষদ এবং জেলা ক্রীড়া কর্মকর্তাকে নির্দেশ দেন। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা ও বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।