ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আইআইইউসি ট্রাস্টের দ্বিবার্ষিক সম্মেলন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
আইআইইউসি ট্রাস্টের দ্বিবার্ষিক সম্মেলন ...

চট্টগ্রাম: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ট্রাস্টের ১২তম দ্বিবার্ষিক সম্মেলন রোববার (২০ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্মেলনে শিক্ষাবিদ ও ইসলামি চিন্তাবিদেরা অংশ নেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন আইআইইউসি ট্রাস্টের চেয়ারম্যান ও সৌদি আরবের ইসলামিক কাউন্সিল ফর দাওয়াহ অ্যান্ড রিলিফের মহাসচিব অধ্যাপক আবদুল্লাহ আবদুল আজিজ আল-মুসলিহ। বক্তব্য দেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম, ইসলামি চিন্তাবিদ অধ্যাপক ইউসুফ নাসের আবদুল্লাহ আল দুরাইহিম, কুয়েতের ইসলামিক চ্যারিটেবল অর্গানাইজেশনের উপপরিচালক আবদুল রহমান আবদুল আজিজ আল মোতাওয়া, সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স ডেপুটি মিনিস্টার আহমেদ আবদুল্লাহ সুরুর আল সাব্বান, ইন্দোনেশিয়ার সংসদ সদস্য এরউইন আকসা, মিসরের সাবেক তথ্যমন্ত্রী ও ইসলামিক ইউনিভার্সিটিজ লিগের মহাসচিব অধ্যাপক সামী মোহাম্মদ রাবী আস শরীফ, আলজেরিয়ার ডেপুটি স্পিকার ইউসুফ আজিসা, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেনশিয়াল মন্ত্রণালয়ের বিচার ও ধর্মবিষয়ক উপদেষ্টা আল সাইয়েদ আলী আল সাইয়েদ আবদুল রহমান আল হাশিম, আইআইইউসির ভারপ্রাপ্ত উপাচার্য মোহাম্মদ আলী আজাদী এবং বিওটি সদস্য অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ।

অনুষ্ঠানে ট্রাস্টের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবদুল আজিজ আল-মুসলিহ্ বলেন, ‘আমরা এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এমন একটি প্রজন্ম উপহার দিতে চাই, যারা বাংলাদেশের গর্ব হবে। যারা ইসলামী মূল্যবোধের মাধ্যমে জাতি ও দেশকে আলোকিত করবে’।

সন্ধ্যায় নগরের একটি হোটেলে এই সম্মেলনের বিজনেস সেশন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।