ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

টাস্কফোর্স টিমের অভিযানে ৫ প্রতিষ্ঠানে জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
টাস্কফোর্স টিমের অভিযানে ৫ প্রতিষ্ঠানে জরিমানা  ...

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা প্রশাসনের বিশেষ টাস্কফোর্স টিমের অভিযানে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।  

সোমবার (২১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত চৌমুহনী কর্ণফুলী মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।

 

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেন বাংলানিউজকে বলেন, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে চার প্রতিষ্ঠান থেকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া একটি প্রতিষ্ঠানে কৃষি বিপণন লাইসেন্স প্রদর্শন করতে না পারায় কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

এসসয় ছাত্রপ্রতিনিধি ও জেলা বিশেষ টাস্কফোর্স টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।