ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মা ইলিশ রক্ষায় কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
মা ইলিশ রক্ষায় কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড ...

চট্টগ্রাম: ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ রক্ষার্থে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ মোতাবেক ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশের আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে।

 

এ উপলক্ষে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনায় ভূমিকা পালন করছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন। জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচারণা চালিয়ে সচেতন করা হচ্ছে।

 

সোমবার (২১ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের আওতাধীন নদীসমূহে টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এছাড়াও পার্শ্ববর্তী দেশের মাছ ধরার ট্রলার বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে যেন মৎস্য আহরণ করতে না পারে সেজন্য বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ সমুদ্রে সর্বদা টহলরত রয়েছে।  

বাংলাদেশ কোস্ট গার্ড এর দায়িত্বাধীন উপকূলীয় ও নদী এলাকার মৎস্য অভয়াশ্রমগুলোতে মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ড পূর্ব জোনের টহল সার্বক্ষণিক অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।