ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৮ নারীতে একজন স্তন ক্যান্সারের ঝুঁকিতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
৮ নারীতে একজন স্তন ক্যান্সারের ঝুঁকিতে ...

চট্টগ্রাম: বিশ্বব্যাপী প্রতি ৮ জন নারীর মধ্যে একজনের স্তন ক্যান্সার হতে পারে। যদিও নারী এবং পুরুষ উভয়েই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে, পুরুষের স্তন ক্যান্সার অনেকাংশে বিরল।

নারীদের মধ্যে প্রতি ৪ জন ক্যান্সার আক্রান্তের অন্তত একজন স্তন ক্যান্সারে আক্রান্ত এবং ক্যান্সার জনিত প্রতি ৬টি মৃত্যুর একটি স্তন ক্যান্সারের কারণে ঘটে।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য জানান চিকিৎসকরা।

সেমিনারে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্লিনিক্যাল অনকলোজি অ্যান্ড রেডিওথেরাপি বিভাগের রেজিস্ট্রার ডা. নাছির উদ্দীন মাহমুদ শুভ বলেন, স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতার যথেষ্ঠ অভাব রয়েছে আমাদের সমাজে। স্তন ক্যান্সার নিয়ে লজ্জা বা সামাজিক ট্যাবুও রয়েছে। সামাজিক রক্ষণশীলতার কারণে বাংলাদেশে নারী বা পুরুষ যে কেউই প্রকাশ্যে স্তন বিষয়ক কোনো আলোচনা করতে অস্বস্তি বোধ করে। একইভাবে নারীদের স্তনে কোনো পরিবর্তন বা প্রাথমিক লক্ষণ দেখা দিলেও তারা তা গোপন রাখে। এমনকি অনেকেই মা বা স্বামীর কাছেও প্রথমদিকে গোপন রাখার চেষ্টা করেন। কিন্তু স্তন ক্যান্সারের চিকিৎসা সঠিক সময়ে শুরু করতে পারলে সহজে নিরাময় করা সম্ভব।

সেমিনারে স্তন ক্যান্সার নিয়ে নিজের গবেষণা পত্র উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মোশারফ হোসেন। এসময় তিনি স্তন ক্যান্সারের কারণ, প্রতিরোধ ও প্রতিকারে করণীয় তুলে ধরেন।

এতে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দীন,, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের চীফ মেডিক্যাল অফিসার ডা. মো. আবু তৈয়ব।  

এর আগে সকালে স্তন ক্যান্সার নিয়ে স্ক্রিনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে নারীরা চিকিৎসার পাশাপাশি স্তন ক্যান্সার নিয়ে পরামর্শ নেওয়ার সুযোগ পান। অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতায় ছিল বিকন ফার্মা।

বাংলাদেশ সময় : ১৭৪০  ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।