ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চান্দগাঁওয়ে যুবককে গুলি করে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
চান্দগাঁওয়ে যুবককে গুলি করে হত্যা প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানার শমসের পাড়া এলাকায় দিনদুপুরে আফতাব উদ্দিন তাহসিন (২৬) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।  

সোমবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে উদুপাড়ায় এই ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আবদুল মান্নান মিয়া জানান, প্রাথমিকভাবে সন্ত্রাসী সাজ্জাদই গুলি করে আফতাব উদ্দিন তাহসিনকে হত্যা করেছে নিশ্চিত হওয়া গেছে। সাজ্জাদকে গ্রেপ্তারের অভিযান চলছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আফতাব ইট ও বালুর ব্যবসা করেন। আফতাব তাঁর ব্যবসার জন্য আনা বালু ও ইট শমসের পাড়ার উদুপাড়া এলাকায় রাখেন। বিকেল সোয়া চারটার দিকে মজুতের জন্য এক ট্রাক বালু আনা হয়। এ কারণে আফতাব সেখানে আসেন। কিছুক্ষণ পর সন্ত্রাসী সাজ্জাদ হোসেন তাঁর সহযোগীদের নিয়ে মাইক্রোবাসে এসে গুলি করে চলে যান।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।