চট্টগ্রাম: কনটেইনার পরিবহনের বিশেষায়িত গাড়ি প্রাইমমুভার ট্রেইলার শ্রমিকদের ধর্মঘটে দিনভর বিঘ্ন ঘটেছে আমদানি-রপ্তানি পণ্যভর্তি কনটেইনার ডিপোতে আনা-নেওয়ার কাজে। তবে বন্দরের ভেতরে জেটির জাহাজ, ইয়ার্ড ও টার্মিনালে কনটেইনার লোড-আনলোড, স্থানান্তর কার্যক্রম স্বাভাবিক ছিল।
সোমবার (২১ অক্টোবর) সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার শ্রমিক ধর্মঘটের ডাক দেয় চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ট্রেইলার, কনক্রিট মিক্সার , ফ্ল্যাটবেড ও ড্রামট্রাক শ্রমিক ইউনিয়ন।
মোহাম্মদীয়া এন্টারপ্রাইজের মালিকানাধীন প্রাইমমুভার ট্রেইলার চালক ও সহকারীদের নিয়োগপত্র, ছবিসহ পরিচয়পত্র ও সরকার ঘোষিত নিম্নতম মজুরি প্রদান, শ্রমঘণ্টা বাস্তবায়ন ইত্যাদি বাস্তবায়নের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বাংলানিউজকে বলেন, প্রাইমমুভার ট্রেইলার শ্রমিক ধর্মঘটের কারণে ডিপো থেকে রপ্তানি পণ্যবোঝাই কনটেইনার আসতে পারেনি বন্দরে। এ ছাড়া জেটি, ইয়ার্ড ও টার্মিনালের কার্যক্রম স্বাভাবিক ছিল।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রাইমমুভার ট্রেইলার শ্রমিকদের সঙ্গে তাদের মালিকপক্ষের সমঝোতা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। আশাকরি, দ্রুত সমাধান হয়ে যাবে।
বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
এআর/পিডি/টিসি