ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম: নগরের চকবাজার থানার চকবাজার  এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও ১৬ রাউন্ড গুলিসহ নাজিম উদ্দিন (৪৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।  

সোমবার (২১ অক্টোবর)  রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

 

নাজিম উদ্দিন, ফটিকছড়ি উপজেলার শাহনগর এলাকার মৃত জাহিদুল হকের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফ-উল-আলম জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নগরের চকবাজার থানার একটি বহুতল ভবনের মেইন গেইটে অবস্থান করছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আটটার দিকে নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।  

নাজিম উদ্দিনের দেহ তল্লাশির সময় তার পরিহিত প্যান্টের পেছনের কোমর থেকে একটি বিদেশি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার করা বিদেশি আগ্নেয়াস্ত্র  ও গুলি বিক্রির উদ্দেশ্যে সেটি বহন করছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকবাজার থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।