চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলায় বন্যহাতির আক্রমণে আলী আকবর (৪২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বড়উঠান ৬ নম্বর ওয়ার্ড দক্ষিণ শাহমীরপুর গ্রামের সুন্দরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
হাতির আক্রমণের ঘটনায় কোরিয়ান ইপিজেডের ভিতরে গেস্ট হাউজ এক নম্বর গেইটের সামনে বিক্ষোভ করে এলাকাবাসী। পরে সেনাবাহিনী ও শিল্পাঞ্চল পুলিশের সহয়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
চট্টগ্রাম শিল্পাঞ্চলের পুলিশের সহকারী পুলিশ সুপার রনজিত কুমার বড়ুয়া জানান, বন্যহাতির আক্রমণে নিহত আলী আকবরের পরিবারকে কোরিয়ান ইপিজেড কর্তৃপক্ষের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা অর্থ প্রদান করা হয়েছে। একইসঙ্গে নিহতের স্ত্রীকে চাকরি প্রদানসহ দুই সন্তানের ভবিষ্যৎ লালন-পালন ও পড়ালেখার জন্য ৩ লাখ টাকা আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। প্রশাসনের মতামতে আশ্বস্ত হয়ে বিক্ষোভকারীরা ইপিজেড এলাকা ত্যাগ করেন।
কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
বিই/টিসি