ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ডিমের পাইকারি বিক্রেতাকে ৯০ হাজার টাকা জরিমানা 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
ডিমের পাইকারি বিক্রেতাকে ৯০ হাজার টাকা জরিমানা  ...

চট্টগ্রাম: নগরের পাহাড়তলী বাজারের দুইটি পাইকারি ডিম বিক্রেতা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

বুধবার (২৩ অক্টোবর) মেসার্স শাহজাহান স্টোরে যথাযথ ভাবে হালনাগাদকৃত মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করা এবং বেশি দামে ডিম বিক্রি করায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এরপর মেসার্স বিছমিল্লাহ ট্রেডার্সে মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করা, নিজেদের মধ্যে ডিম হস্তান্তর করে মূল্যবৃদ্ধি এবং বেশি দামে ডিম বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ  ফয়েজ উল্যাহ ও সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও রানা দেবনাথ।

 

একই অভিযানে আসাদগঞ্জের ইসলাম কলোনি এলাকায় কাপড়ের রং, কয়লার গুঁড়া অতিনিম্নমানের শুকনো মরিচের সঙ্গে মিশিয়ে গুঁড়ামরিচ তৈরি, প্রক্রিয়াকরণ করাই আগে সিলগালা করা আরিফের ক্রাসিং মিলটিকে ৩০ হাজার টাকা জরিমানা করে খুলে দেওয়া হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের অপরাধ সংগঠিত না হয় সে বিষয়ে সতর্ক করা হয়েছে সংশ্লিষ্টদের।

জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।