ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ছাত্র আন্দোলনে গুলি চালানো যুবলীগ নেতা ফিরোজ গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
ছাত্র আন্দোলনে গুলি চালানো যুবলীগ নেতা ফিরোজ গ্রেপ্তার ...

চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ ও চান্দগাঁও থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানো ও দোকান কর্মচারী সায়মান প্রকাশ মাহিন হত্যা মামলার পলাতক আসামি মহানগর যুবলীগ নেতা মো. ফিরোজকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে ফেনী জেলার ফেনী সদর থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফিরোজ (৩৬),  নগরের মুরাদপুর এলাকার আব্দুল হামিদের ছেলে।  

র‌্যাব-৭ জানায়, দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৮ জুলাই নগরের চান্দগাঁও এলাকায় ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করছিল।

এ শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে দোকান কর্মচারী সায়মান প্রকাশ মাহিন (১৬) অংশগ্রহণও করে। আন্দোলন চলাকালীন মহানগর যুবলীগ নেতা সন্ত্রাসী মো. ফিরোজ ও অন্যান্য দুস্কৃতিকারীরা শীর্ষ নেতৃত্বের হুকুমে অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র জনতার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে নির্বিচারে গুলিবর্ষণ করে। এছাড়াও, আসামিরা হকি স্টিক, কিরিচ, দা ও লাঠি-সোটা দিয়ে ছাত্র জনতাকে পিটিয়ে ও ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করে। এ সময় সায়মান আন্দোলন কর্মসূচির স্থান থেকে দৌঁড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করলে মো. ফিরোজ এবং অন্যান্য দৃষ্কৃতিকারীর গুলিতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে আহত সায়মানকে দুষ্কৃতিকারীরা লাঠি-লোহার রড দিয়ে পিটিয়ে মৃত ভেবে ঘটনাস্থল থেকে চলে যায়। পরে তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সায়মানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সায়মানের বন্ধু মোহাম্মদ শরীফ বাদী হয়ে নগরের চান্দগাঁও থানায় ৪৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ থেকে ৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।  

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো.শরীফ-উল-আলম জানান, ছাত্র আন্দোলনে গুলি চালানো মহানগর  যুবলীগ নেতা মো. ফিরোজকে ফেনী সদরের রামপুরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, ফিরোজ জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, গত ১৮ জুলাই ফিরোজসহ অন্যান্য সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর নির্বিচারে গুলি ও আক্রমণ করে হতাহতের ঘটনা ঘটায়। ফিরোজের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, নাশকতা, মাদক এবং ছিনতাইসহ ৫টি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে গ্রেপ্তার যুবলীগ নেতা ফিরোজ গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বহদ্দারহাটে নিহত তানভীর সিদ্দিকী হত্যা মামলারও এজহারভুক্ত আসামি বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।