ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের বিরুদ্ধে মামলা ...

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ ইসমাইল খানসহ ৮৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় সুনির্দিষ্ট ২৩ জনসহ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৬০ জনকে।

 

চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল হকের আদালতে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মোহাম্মদ সবুজ নামের এক ব্যক্তি নিজেকে চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চাকরিজীবী উল্লেখ করে এই মামলা দায়ের করেন।

ম্যাজিস্ট্রেট মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সীতাকুণ্ড মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচির অংশ হিসেবে চলা মানববন্ধন কর্মসূচিতে লাঠিসোঠা, লোহার রড, হকিস্টিক ও কিরিচ নিয়ে স্বৈরাচারের দোসরসহ আসামিরা হামলা করে। হামলায় ৫০ জনের অধিক আহত হন।

মামলায় অন্যান্য আসামির মধ্যে আছেন- চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া, সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) মো. আলা উদ্দিন, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মো. মিছবাহ ইবনে হাকিম, কাজী মুসফিকুল সালেহীন ও মুন্সি তৌজিদ মুরাদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের ২৩ জন।  

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪ 
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।