ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগ, আ.লীগ নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
পটিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগ, আ.লীগ নেতা গ্রেফতার

চট্টগ্রাম: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলি বর্ষণের অভিযোগে আওয়ামী লীগের কৃষিবিষয়ক উপ কমিটির সদস্য তা আ ন ম সেলিম উদ্দিন চৌধুরী (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।  

শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পটিয়া ইন্দ্রপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার সেলিম উদ্দিন পটিয়া উপজেলা শোভনদন্ডী ইউনিয়নের হিলচিয়া গ্রামের মৃত আহমদ নবীর ছেলে।  

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, আ ন ম সেলিম উদ্দিন বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন।

এছাড়াও সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলি বর্ষণের ঘটনাসহ একাধিক ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে। তাকে আটক করার পর জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে বিস্ফোরক মামলা ও হত্যা চেষ্টাসহ একাধিক মামলার প্রক্রিয়া চলছে। রোববার সকালেই তাকে আদালতে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।