ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘শহরে গরুর বাজার আছে কিন্তু বাস টার্মিনাল নেই’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
‘শহরে গরুর বাজার আছে কিন্তু বাস টার্মিনাল নেই’ ...

চট্টগ্রাম: শহরে অনেক গরুর বাজার আছে কিন্তু দৈনিক ৫০ হাজার বাস যাত্রীর জন্য টার্মিনাল নেই বলে মন্তব্য করেছেন আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহামদ।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে আন্তঃজেলা বাস মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ, দুর্ঘটনা প্রতিরোধ, যানজটমুক্ত সড়ক ও গণমুখী পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সড়ক পরিবহন সেক্টরের সংস্কার এবং সমিতির নেতাদের বিরুদ্ধে গায়েবি মামলা দিয়ে হয়রানি, পরিবহন সেক্টরে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহামদ বলেন, পরিবহন খাত জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ।

আমাদের সেবা অব্যাহত আছে। আমাদের সংগঠন অরাজনৈতিক। কোনো দলের ব্যানারে আমরা কোনো কর্মকাণ্ড করি না। স্বচ্ছতার মাধ্যমে সংগঠন পরিচালিত হয়। মামলা করে হয়রানির অপচেষ্টা হচ্ছে।  

তিনি বলেন, চট্টগ্রাম শহরে একটি কেন্দ্রীয় টার্মিনালের অভাব রয়েছে। শহরে অনেক গরুর বাজার আছে কিন্তু দৈনিক ৫০ হাজার আন্তঃজেলা যাত্রীর জন্য টার্মিনাল নেই। সড়ক দুর্ঘটনা জাতীয় সমস্যা। কেবল চালক ও মালিককে শাস্তি দিয়ে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব নয়।

হামলা, জবর দখলের চেষ্টা ও মিথ্যা মামলায় মালিক ও শ্রমিক নেতাদের গ্রেপ্তার করলে যান চলাচল বন্ধ করে দেওয়া ছাড়া গত্যন্তর থাকবে না বলে জানান তিনি।

উপস্থিত ছিলেন পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা মৃণাল চৌধুরী, মো. খোরশেদ আলম, আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম শরীফ চৌধুরী, আজম চৌধুরী, মো. মুসা, গোলাম মোস্তফা,  মনসুর আনোয়ার, ইব্রাহিম খলিল, নুরুল আলম, অলি আহামদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।