ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চমেকের ৭৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
চমেকের ৭৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার 

চট্টগ্রাম: শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) ৭৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এদের মধ্যে ১৪ জন শিক্ষানবিশ চিকিৎসক রয়েছেন।

 

সোমবার (২৮ অক্টোবর) অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় ওই ৭৫ শিক্ষার্থীর শৃঙ্খলা ভঙ্গের ধরনভেদে ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত বহিষ্কার করা হয়। এছাড়া ১১ শিক্ষার্থী থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. জসীম উদ্দিন।  

তিনি বাংলানিউজকে জানান, চমেকে বিভিন্ন সময় যেসব ঘটনা ঘটেছে, এর প্রেক্ষিতে কর্তৃপক্ষ বিভিন্ন মেয়াদে ৭৫ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে।  এদের মধ্যে ৭ জনকে ২ বছর, ৫৪ জনকে ১ বছর ও বাকি ১৪ জনকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়।

সর্বশেষ গত বছরের ১৬ মার্চ চার শিক্ষার্থীকে হোস্টেলে বেঁধে নির্যাতনের অভিযোগে ৭ জনকে বহিষ্কার করে কলেজ কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।