ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বায়েজিদে দুই গ্রুপের সংঘর্ষ, আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
বায়েজিদে দুই গ্রুপের সংঘর্ষ, আটক ৩ প্রতীকী ছবি।

চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন কুঞ্জছায়া আবাসিক এলাকায় দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক নেতা বার্মা সাইফুল ও নগর যুবদল নেতা মাহবুব রহমানের গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

তবে সংঘর্ষের বিষয়টি অস্বীকার করেছেন বার্মা সাইফুল। তিনি বাংলানিউজকে বলেন, আমাদের সঙ্গে কারও কোনো ধরনের ঘটনা ঘটেনি।
তবে কুঞ্জছায়া আবাসিক এলাকায় মারামারির কথা শুনেছি। সেখানে আমাদের কেউ জড়িত নয়।  

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বাংলানিউজকে বলেন, দু’গ্রুপের মারামারির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। সেখান থেকে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে। তারা পুলিশের হেফাজতে থানায় রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।