ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লবণ মাঠে গর্তে পড়ে প্রাণ গেল শিশুর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
লবণ মাঠে গর্তে পড়ে প্রাণ গেল শিশুর ...

চট্টগ্রাম: বাঁশখালীতে লবণ মাঠে গর্তে পড়ে সাদমান (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় দিকে উপজেলার শেখেরখীল ইউনিয়নের দক্ষিণ শেখেরখীল লালজীবন পাড়া ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

সাদমান ওই এলাকার মকবুল আলী বাড়ির মাওলানা শাহাব উদ্দিনের ছেলে। সে বড় ভাই সাইদের সাথে সাথে মাছ ধরতে যাওয়ার সময় পানির গর্তে পড়ে যায় বলে জানা গেছে।

পরে লবণ মাঠের গর্তে জাল ফেলে তাকে উদ্ধার করা হয়। এরপর স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক সাদমানকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার বলেন, সকালে শেখেরখীল ইউনিয়নে বড় ভাইয়ের সাথে মাছ ধরতে গিয়ে সাদমান নামের এক শিশুর মৃত্যু হয়েছে বলে শুনেছি।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।