ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নাগরিকদের দ্রুত সেবা নিশ্চিতে পুলিশ সদা প্রস্তুত: সিএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
নাগরিকদের দ্রুত সেবা নিশ্চিতে পুলিশ সদা প্রস্তুত: সিএমপি কমিশনার ...

চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বলেছেন, সাম্প্রতিক সময়ে শহরে বেশকিছু ছিনতাই ও চুরির ঘটনা ঘটেছে, যা মোকাবিলায় পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে প্রতিজ্ঞাবদ্ধ।  

জনগণের আস্থা অর্জনে এবং নাগরিক সেবায় পুলিশের অংশগ্রহণ আরও বাড়ানোর উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পুলিশের নৈতিক মনোবল দৃঢ় রয়েছে এবং নাগরিকদের দ্রুত সেবা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সদা প্রস্তুত রয়েছে।

 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নগরের দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনারের কার্যালয়ের সামনে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থানাভিত্তিক মোটরবাইক প্যাট্রোলিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  

এই উদ্যোগের আওতায় সিএমপি’র ১৬টি থানায় মোটরবাইক টহল কার্যক্রম শুরু করা হয়েছে, যাতে নগরজুড়ে দ্রুত এবং তাৎক্ষণিক পুলিশিং নিশ্চিত করা হয়ে বলে জানিয়েছেন সিএমপির কর্মকর্তারা।

পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) তহবিল থেকে ৪০টি নতুন মোটরবাইক দেওয়া হয়েছে সিএমপিকে। ৪০টি নতুন মোটরবাইকসহ  মোট ১০০টি মোটরবাইক সক্রিয়ভাবে এই উদ্যেগের আওতায় কাজ করবে।  

সিএমপি সূত্রে জানা যায়, নগরের গুরুত্বপূর্ণ থানাগুলোতে চারটি করে এবং অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ থানাগুলোতে দুটি করে মোটরবাইক বরাদ্দ দেওয়া হয়েছে, যা শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল কার্যক্রম আরও জোরদার করবে।

অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনে চট্টগ্রাম শহরজুড়ে ব্লক-রেইড পরিচালনা করবে পুলিশ জানিয়ে হাসিব আজিজ বলেন, বর্তমান পরিস্থিতিতে দ্রুত সেবা প্রদান এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে মোটরবাইক টহল একটি কার্যকরী ব্যবস্থা হবে । এটি পুলিশকে আরো বেশি জনবান্ধব এবং জনসম্পৃক্ত করবে। প্রতি প্যাট্রোলে দুটি মোটরসাইকেলে চারজন পুলিশ সদস্য থাকবেন।  এই টহল দল সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত দুই পালায় দায়িত্ব পালন করবে। এই প্যাট্রোলের মাধ্যমে ছিনতাইসহ যে কোনো অপরাধ নিয়ন্ত্রণ, মানুষের জানমাল রক্ষা, ৯৯৯ কলসহ যে-কোনো বিষয়ে দ্রুত সাড়াদান সম্ভব হবে। প্যাট্রোলের সদস্যদের পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান তিনি।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো.আব্দুল ওয়ারীশ, উপ-পুলিশ কমিশনার (পরিবহন) মো.সালাম কবিরসহ (অতিরিক্ত ডিআইজি) সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।