ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বন্ধ হওয়া নির্বাচন দ্রুত আয়োজন চায় রাঙ্গাদিয়া শ্রমিক ইউনিয়ন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
বন্ধ হওয়া নির্বাচন দ্রুত আয়োজন চায় রাঙ্গাদিয়া শ্রমিক ইউনিয়ন

চট্টগ্রাম: বিএনপি নেতাদের চাপে বন্ধ হয়ে যাওয়া নির্বাচন দ্রুত আয়োজনের দাবি জানিয়েছে চট্টগ্রামের রাঙ্গাদিয়া উত্তর বন্দর শ্রমিক ইউনিয়ন।  

রোববার (০৩ নভেম্বর) দুপুরের দিকে চট্টগ্রাম নগরের জামালখান এলাকায় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সন্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, আনোয়ারার স্থানীয় আওয়ামীলীগ নেতা এম এম আজিজের কারণে গত ৯ বছর এই সংগঠনে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতির পর শ্রম দপ্তরের নির্দেশনায় ৩ নভেম্বর নির্বাচনের দিন ধার্য করা হয়েছিল।

কিন্তু তিনদিন আগে স্থানীয় বিএনপি নেতা লায়ন হেলালের নেতৃত্বে নির্বাচন অফিস ভাংচুর করা হয়। পাশাপাশি নির্বাচন কমিশন ও শ্রম দপ্তরকে চাপ দিয়ে নির্বাচন স্থগিত করা হয়েছে।  

নজরুল ইসলামের অভিযোগ, আওয়ামী লীগের মতোই বিএনপি নেতারা আধিপত্য বিস্তারে নেমেছে। বিশেষ করে আনোয়ারার সিইউএফএল, কাফকো ও ড্যাপ সার কারখানায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে তাঁরা।

এর আগে রাঙ্গাদিয়া উত্তর বন্দর ঠিকাদার শ্রমিক ইউনিয়ন নির্বাচনে বাধা প্রদান ও ষড়যন্ত্র বন্ধের দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকেরা।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৪

বিই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।