ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মঙ্গলবার চসিক মেয়রের চেয়ারে বসছেন ডা. শাহাদাত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
মঙ্গলবার চসিক মেয়রের চেয়ারে বসছেন ডা. শাহাদাত ...

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন মঙ্গলবার (৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। শপথ গ্রহণের পর তাঁর চট্টগ্রামে ফেরার অপেক্ষায় আছেন দলীয় নেতা-কর্মীরা।

রোববার (৩ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ডা. শাহাদাত হোসেনকে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। শপথগ্রহণ শেষে চসিক মেয়র বিএনপির প্রতিষ্ঠাতা ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে যান।

মেয়রের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী জানান, মঙ্গলবার দুপুর ১২টায় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে মেয়র চট্টগ্রামে ফিরবেন। রেলওয়ে স্টেশনে বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষ তাকে সংবর্ধনা দেবেন। এরপর তিনি হজরত শাহ আমানত (রহ.) ও বদর আউলিয়া (রহ.) মাজার জিয়ারত করবেন। বিকালে টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে। এরপর চসিক মেয়রের চেয়ারে বসবেন ডা. শাহাদাত হোসেন, গ্রহণ করবেন দায়িত্বভার।

২০২১ সালের ২৭ জানুয়ারি চসিক নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরীর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন নগর বিএনপির তৎকালীন আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। ভোট ডাকাতি, জালিয়াতি ও কারসাজির মাধ্যমে বিজয় ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ তুলেছিলেন তিনি। চট্টগ্রামের নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা দায়েরের পর ১ অক্টোবর আদালত তাকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করেন। ৮ অক্টোবর মেয়র ঘোষণার সংশোধিত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।  

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।