ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট প্রোগ্রামের নবীনবরণ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট প্রোগ্রামের নবীনবরণ  ...

চট্টগ্রাম: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর এমবিএ, এম এ ইন ইংলিশ ল্যাংগুয়েজ অ্যান্ড লিটারেচর ও এমএসসি ইন সিএসসি গ্র্যাজুয়েট প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস এম শোয়েভ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব।

বিশেষ অতিথি ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. সালাহউদ্দিন চৌধুরী, ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. আজিম উদ্দিন ও এমবিএ কো-অর্ডিনেটর সৌমেন চক্রবর্তী। ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক নওরিন আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে নবাগত ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য দেন প্রিয়াংকা বড়ুয়া।
 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব বলেন, বর্তমান বিশ্ব প্রতিযোগিতাশীল বিশ্ব। তাই প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। দক্ষ জনশক্তি একটি দেশের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমান পৃথিবীর উন্নয়নে সবচেয়ে বড় প্রয়োজন শিক্ষিত মানবসম্পদ। উচ্চতর শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেকে একজন দক্ষ মানবসম্পদ কর্মী হিসেবে আপনাকে ভবিষ্যৎ কর্মক্ষেত্রের দিক নির্দেশনা ঠিক করতে হবে। আমাদের সকলের পরিবার, সমাজ এবং রাষ্ট্রের প্রতি রয়েছে দায়বদ্ধতা। সে দায়বদ্ধতা পূরণে সবাইকে হতে হবে একজন মানবিক মানুষ। আমরা সকলে যদি নিজ নিজ অবস্থান থেকে দেশ গড়ার কাজে নিয়োজিত থাকি, তাহলে অবশ্যই আমরা শোষণমুক্ত ও বৈষম্যহীন একটি নতুন ও উন্নত বাংলাদেশ গড়তে পারবো।  

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।