ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে শামিল হতে হবে: শাহজাহান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে শামিল হতে হবে: শাহজাহান ...

চট্টগ্রাম: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী বলেছেন, ইসলামী দলগুলোর মধ্যেও বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বিরোধ সৃষ্টির অপচেষ্টা করেছে। কিন্তু বর্তমানে ইসলামী দলগুলো বাংলাদেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে শামিল হওয়া পথে রয়েছে।

সোমবার (১১ নভেম্বর) মহানগর জামায়াতের বন্দর থানার পশ্চিম গোসাইলডাঙ্গা ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত মিলাদুন্নবী ও সিরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, মানবতার মুক্তির জন্য মুহাম্মদ (স.) আর্ভিভূত হয়েছিলেন।

ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধানের নাম। আর সেই ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে আসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী চায় এই আন্দোলনে দেশের সব ইসলামী দল ঐক্যবদ্ধভাবে শামিল হোক।

মো. আবদুন নুরের সভাপতিত্বে মাহফিলে প্রধান মেহমান ছিলেন পতেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান ও প্রধান আলোচক ছিলেন হানিফ সওদাগর জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ শরীফ মোহাম্মদ শাহজালাল।  

মুজাহিদুল ইসলাম আদনান ও আবদুল আলিমের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন হালিশহর থানা জামায়াতের আমির ফখরে জাহান সিরাজি সবুজ ও বন্দর থানা জামায়াতের আমীর মাহমুদুল আলম। এতে আরও উপস্থিত ছিলেন বন্দর থানা জামায়াতের নায়েবে আমির আহসান উল্লাহ, সেক্রেটারি ইকবাল শরীফ, ওয়ার্ড আমির জাকির হোসেন, জামায়াত নেতা জিএম কামরুজ্জামান, মনির উদ্দিন বাপ্পি, তাজুল হক মিলন, শামসুল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।