চট্টগ্রাম: সন্ত্রাসী-চাঁদাবাজদের কোনো দল থাকতে পারে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বুধবার (১ ডিসেম্বর) রাতে পাঁচলাইশ থানার আরাকান হাউজিং সংলগ্ন মাঠে বহদ্দারহাট-বাদুরতলা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে চসিক মেয়রের সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, যারা সন্ত্রাসী- চাঁদাবাজি করবে তাদের আইনের আওতায় আনতে হবে। তারা কোন দলের সেটা বিবেচনার বিষয় নয়।
বহদ্দারহাট-বাদুরতলা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফ চৌধুরী, পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সভাপতি মামুনুল ইসলাম হুমায়ূন, পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান, সমিতির উপদেষ্টা ইসমাইল চৌধুরী হানিফ, জসিম উদ্দিন, মুজিবুর রহমান, নেজাম উদ্দীন, কামাল উদ্দিন, মিনহাজ মাহবুব, মাশফিকুর রহমান, থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুর রহমান বেলাল, শুলকবহর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কাজী শামসুল আলম, সাধারণ সম্পাদক হাসান চৌধুরী ওসমান প্রমুখ।
ডা. শাহাদাত হোসেন বলেন, রাজনীতি হচ্ছে মানুষের জন্য। মানুষের উন্নয়নের জন্য আমরা রাজনীতি করছি। আমাদের জীবন চলার পথে যা কিছু করবো তা মানুষের জন্য করবো। চট্টগ্রামে অনেক ধনাঢ্য ব্যক্তি আছেন, তারা চাইলে শীতে যারা কষ্ট পাচ্ছেন তাদের সহযোগিতা করতে পারেন। কিন্তু দুর্ভাগ্য সেটা আমরা দেখছি না। দানের কারণে কমে না বরং বাড়ে। এটা আল্লাহর পক্ষ থেকে হয়।
তিনি বলেন, আপনাদের দোয়ায় সেবক হিসেবে কাজ করছি, নগর পিতা নয় মেয়র হিসেবে সেবক হয়ে দায়িত্ব পালন করতে চাই। ক্লিন সিটি, গ্রিন সিটি করতে চাই। এতে সবার একসাথে কাজ করতে হবে। ককসিটসহ নালা নর্দমায় ময়লা আবর্জনা দূর করতে হবে। এগুলো জলাবদ্ধতা সৃষ্টি করে। হকারদের উচ্ছেদ করলে হবে না পুনর্বাসন করতে হবে। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলবেন না। সচেতন হতে হবে, ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে সচেতনতা করছি। পরিচ্ছন্নকর্মী আছে, তারা কাজ করে কি না তা দেখবেন, মনিটরিং করবেন। এ শহর আমার একার নয় সবার, সবাই মিলে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলবো।
বহদ্দারহাট-বাদুরতলা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফ চৌধুরী, পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সভাপতি মামুনুল ইসলাম হুমায়ূন, পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান, সমিতির উপদেষ্টা ইসমাইল চৌধুরী হানিফ, জসিম উদ্দিন, মুজিবুর রহমান, নেজাম উদ্দীন, কামাল উদ্দিন, মিনহাজ মাহবুব, মাশফিকুর রহমান, থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুর রহমান বেলাল, শুলকবহর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কাজী শামসুল আলম, সাধারণ সম্পাদক হাসান চৌধুরী ওসমান।
সমিতির সহ-সভাপতি মোজাম্মেল হক ও মো. রুবেলের সঞ্চালনয় বক্তব্য দেন সমিতির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, অর্থ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম, শুলকবহর ওয়ার্ড বিএনপি নেতা বাবুল হক, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, জিয়া মঞ্চের কেন্দ্রীয় সহ-সম্পাদক খোরশেদ আলম ফারুকী, চান্দগাঁও থানা যুবদলের সাবেক আহ্বায়ক গুলজার হোসেন, শুলকবহর ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক সাদেক হোসেন, সিদ্দিক আহমেদ, জামাল উদ্দিন, জসিম উদ্দিন, মহানগর কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন জিসান, রাসেল আকাশ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
এআর/পিডি/টিসি