ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বিদ্যুৎকর্মীর 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বিদ্যুৎকর্মীর  ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাকিব (২৮) নামের এক বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম  পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঠিকাদারের অধীনে বিদ্যুৎ লাইনের কাজ করতেন।

বুধবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে বোয়ালখালী পৌর সদরের উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর চত্বরে বিদ্যুৎস্পৃষ্ট হন সাকিব। নিহত সাকিব কক্সবাজার জেলার রামু উপজেলা চৌমুহনী এলাকার আবদুল মান্নানের ছেলে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তোফায়েল আহমদ বলেন, বেলা ১২টার দিকে সাকিব নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
 বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ