ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফসলি জমি রক্ষায় সবাইকে কাজ করার নির্দেশ কৃষি উপদেষ্টার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
ফসলি জমি রক্ষায় সবাইকে কাজ করার নির্দেশ কৃষি উপদেষ্টার ...

চট্টগ্রাম: অনাবাদি জমি চাষের আওতায় আনা ও ফসলি জমি রক্ষায় সবাইকে কাজ করার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ ছাড়া তিনি কৃষিপণ্যের বাজারদর এবং সারের মূল্য নিয়ন্ত্রণের জন্য জেলা প্রশাসককে বাজার তদারকের নির্দেশনাও দেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের প্রশিক্ষণ হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কৃষি উপদেষ্টা বলেন, অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া যাবে না। নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করতে হবে। অনাবাদি জমি চাষের আওতায় আনতে হবে ও ফসলি জমি রক্ষায় সবাইকে কাজ করতে হবে।

পাহাড়ি জমিতে ফল চাষের ওপরও গুরুত্ব দেন তিনি। সভায় গুটি ইউরিয়া সার ব্যাবহারের ওপর গুরুত্বরোপ করেন এবং অতিরিক্ত ইউরিয়া/কীটনাশক ব্যবহারে অনুৎসাহিত করেন।

সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম ও চট্টগ্রাম অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।