ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ ফাইল ছবি

চট্টগ্রাম: চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন পদত্যাগ করেছেন। এছাড়া আরও পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য ও ট্রেজারার।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে পদত্যাগের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির।

তিনি বলেন, উপাচার্য ড. অনুপম সেন বার্ধক্যজনিত কারণ দেখিয়ে পদত্যাগপত্র দিয়েছেন।

এছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে উপ-উপাচার্য ও ট্রেজারার পদত্যাগ করেছেন।

গত দুইদিন উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এনিয়ে বুধবার থেকে তিনটি ক্যাম্পাসে তালা দিয়ে কম্পিলিট শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থীরা৷ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এ তিন পদ থেকে তারা পদত্যাগ করলেন।

বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।