ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র মোকাবিলা করবে: নুরুল আমিন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র মোকাবিলা করবে: নুরুল আমিন ...

চট্টগ্রাম: চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন বলেছেন, গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। তিনি এখন সেখানে বসে এদেশ নিয়ে নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন।

কোন ষড়যন্ত্র সফল হবে না। এদেশের সাধারণ জনগণ ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করবে।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে ফটিকছড়ি কলেজ মাঠে স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বক্তা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেন, সম্প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় ঐক্যের কথা বলেছেন। সেই আলোকে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস ইতিমধ্যে বিএনপিসহ সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন। এটি তারেক রহমানের জাতীয় ঐক্যের ডাকের প্রতিফলন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দীন। ফটিকছড়ি পৌরসভা বিএনপির সভাপতি মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহিন ও মনচুর আলম চৌধুরীর যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি নেতা সোলাইমান মঞ্জু, আরশাদ হোসেন সেলিম, বদিউল আলম তালুকদার, মহিউদ্দীন আজম তালুকদার, ফরিদুল আলম বিএ, এসএম শফিউল আলম, মোহাম্মদ এমরান, রফিকুল আলম, নাজিম উদ্দীন, আবুল কালাম, তাহের সিদ্দিকী, জয়নাল আবেদীনসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।  

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।