চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ থানার অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. জসিম উদ্দিন প্রকাশ রানাকে দীর্ঘ ১৩ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গ্রেপ্তার জসিম উদ্দিন প্রকাশ রানা (৩৬), নগরের বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম হাজীপাড়া মৃত আবদুল মালেক লেদুর ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন জানান, পাঁচলাইশ থানার অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. জসিম উদ্দিন রানা নগরের পাহাড়তলী থানার রেলওয়ে স্কুল মোড় এলাকায় অবস্থান করে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে অভিযান চালিয়ে রানাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার রানা আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়াতে ১৩ বছর চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরের বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এমআই/পিডি/টিসি