ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বালু তোলায় লাখ টাকা জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৬, ডিসেম্বর ১০, ২০২৪
বালু তোলায় লাখ টাকা জরিমানা  ...

চট্টগ্রাম: আনোয়ারার বরুমচড়া ও জুঁইদণ্ডী ইউনিয়নে অবৈধভাবে বালু তোলার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বরুমচড়া ইউনিয়নের মোহাম্মদ আবছারকে ৫০ হাজার টাকা ও জুঁইদণ্ডী ইউনিয়নের আব্দুল কুদ্দুসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আনোয়ারা থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ বাংলানিউজকে বলেন, ইজারা ছাড়া কেউ যাতে অবৈধভাবে বালু তুলতে না পারে সে ব্যাপারে প্রশাসন সতর্ক রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।