ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কেডিএস গার্মেন্টস পরিদর্শন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কেডিএস গার্মেন্টস পরিদর্শন ...

চট্টগ্রাম: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ব্যবসায় প্রশাসন বিভাগের ৩৭ ও ৩৮তম ব্যাচের শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে কেডিএস গার্মেন্টস পরিদর্শন করেছেন।  

ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ধীমান বড়ুয়া, রেহেনা আকতার ও উম্মে সালমা হকের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা কেডিএস গার্মেন্টস পরিদর্শনকালে অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার সুবীর দাশ তাদের স্বাগত জানান এবং গার্মেন্টস এর বিভিন্ন বিভাগ পরিদর্শনে সহযোগিতা করেন।

পরিদর্শনকালে কেডিএস গার্মেন্টস এর ভাইস প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন শিক্ষার্থীদের কারখানা পরিচালনার বিভিন্ন বিষয়ে সম্যক ধারণা দেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, দক্ষ মানবসম্পদ সৃষ্টির মাধ্যমে আমাদের দেশের শিল্পখাতকে আরো উন্নত এবং রপ্তানিমুখী করার সুযোগ রয়েছে।

আপনারা যদি নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরি করতে পারেন তাহলে আমরা দেশকে উন্নত দেশ হিসেবে তৈরি করতে পারবো।  

পরিদর্শন বিষয়ে ছাত্র-ছাত্রীরা বলেন, কর্মজীবনে প্রবেশের পূর্বে একটি প্রতিষ্ঠান পরিচালনার বিষয়ে আমাদের জানার সুযোগ করে দেওয়ার জন্য কেডিএস কর্তৃপক্ষ এবং বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। এই পরিদর্শন আমাদের ভবিষ্যৎ জীবনে সহায়ক ভূমিকা পালন করবে।  
 
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।